শনিবার ২১ আগস্ট ২০২১ - ১৯:০১
ইমাম মাহদী (আঃফাঃ)-এর রোদন

হাওজা / ইমাম মাহদী (আঃফাঃ)-এর রোদন। (যিয়ারাত এ নাহীয়া থেকে উদ্ধৃত কিছু অংশ।)

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আমার সালাম হোক ওই শহীদের উপর, যাঁর ডান পাশের পাঁজর ভেঙে বাম দিকে এবং বাম পাশের পাঁজর ভেঙে ডানদিকে এসেছিল।

সালাম হোক ওই পবিত্র নফসের উপর যাঁকে খন্ড বিখন্ড করা হয়।

মুসাফিরদের মধ্যে সবচেয়ে বেশি অসহায় ও নিপীড়িত মুসাফির এর উপর সালাম।

সেই কাপড়ের উপর সালাম যা রক্তে রঞ্জিত ছিল।

সালাম ওই নিপীড়িত ইমাম হোসায়েন (আঃ)-এর উপর যাঁর মাথা তাঁর ঘাড়ের পেছন থেকে কেটে ফেলা হয়।

সালাম ওই পবিত্র দাড়ির উপর যা রক্তে লাল (খেজাব) ছিল।

সালাম হোক ওই মুখের উপর যা ধুলোয় ভরা ছিল।

কারবালা ভূখণ্ডে ঝরা রক্তের উপর সালাম।

শরীর থেকে পৃথক করা টুকরোর উপর সালাম।

বর্শায় তোলা মাথার উপর সালাম।

আমার সালাম ওই মজলুম হোসায়েন (আঃ)-এর উপর যাঁর উপর স্বর্গের ফেরেশতারাও কেঁদে ছিলেন।

আমার সালাম শিকলে আবদ্ধ লাশের উপর।

সালাম ওই লাশের উপর যাঁদের কাপড় লুট করা হয়।

সালাম ওই মরুভূমিতে পড়ে থাকা লাশের উপর।

সালাম হোক যাঁদেরকে বাসস্থান থেকে দূরবর্তী করা হয়েছিল।

আমার সালাম ওই বন্দির উপর যাঁর মাংস শিকল খেয়ে ফেলে......হায় সাজ্জাদ আঃ।

আমার সালাম ওই নিরপরাধ মেয়েটির (হযরত সকিনা সাঃআঃ) প্রতি, যাঁর মুখের রং কারবালা থেকে শাম পর্যন্ত অনবরত পরিবর্তিত হতে থাকে।

সালাম ওই ঠোঁটের উপর যা তৃষ্ণার্তে শুকিয়ে ছিল।

আমার সালাম ওই বিবি (সাঃআঃ)-এর উপর যিঁনি কারবালা থেকে শাম পর্যন্ত নিজের আহত হাত দিয়ে নিজের ভাইয়ের এতিমদের খাদ্য খাইয়েছিলেন।

সালাম হোক ওই মহান ব্যক্তির উপর যাঁর কবরের মাটি "খাকে শিফা"।

সালাম ওই ব্যক্তির উপর যাঁর হেরামের বাতাসে দোয়া গৃহীত হয়।

ইমাম হোসায়েন (আঃ)-এর রক্তের প্রতিশোধ।

ইমাম জাফর সাদিক্ব (আঃ) বলেন :

"যখন ইমাম হোসায়েন (আঃ) শহীদ হলেন, তখন ফেরেশতাগণ আল্লাহর সামনে কাঁদতে লাগলেন এবং মহান আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন :

হে আল্লাহ! এই হোসায়েন, আপনার নির্বাচিত ওলি এবং আপনার প্রিয় নবীর দৌহিত্রকে এভাবেই শহীদ করা হয়েছে ..।?

ইমাম (আঃ) বলেন, মহান আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে ইমাম মাহদী (আঃফাঃ) এর ছায়ার দর্শন করালেন এবং বললেন : আমার এই শেষ হুজ্জত (ইমাম মাহদী (আঃফাঃ) ইমাম হোসায়েন (আঃ)-এর রক্তের প্রতিশোধ নেবেন।

আল কাফী খন্ড ১ পৃষ্ঠা ৪৬৫...

অনুবাদ: মাওলানা মাসিম আলী গাজী (নাজাফ ইরাক)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha