বুধবার ৮ সেপ্টেম্বর ২০২১ - ১৪:৩০
ঐতিহাসিক ৭২তাবুত শোকানুষ্টান

হাওজা / হুজ্জাতুল ইসলাম মাওলানা ফিরোজ হোসায়েন জায়দী সাহেব কিবলার আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে ঐতিহাসিক ৭২ তাবুত শোকানুষ্টান।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগানা জেলার অন্তর্গত সরনিয়া গ্রামে ঐতিহাসিক ৭২ তাবুত শোকানুষ্টান উপলক্ষে পাঁচদিন ব্যাপী মজলিসের আয়োজন করা হয়েছে, উক্ত মজলিসে বক্তব্য রাখবেন হুজ্জাতুল ইসলাম মাওলানা সাফী হায়দার সাহেব কিবলা (তানজিমুল মাকাতিব) মজলিস ০৮/০৯/২০২১ সময় ৮:০০ থেকে শুরু হবে এবং রবিবার সমাপ্ত হবে।

উপস্থপনা ও আয়োজনে: হুজ্জাতুল ইসলাম মাওলানা ফিরোজ হোসায়েন জায়দী সাহেব কিবলা (৭২ তাবুত কমিটির সভাপতি)

উক্ত অনুষ্ঠানের কিছু চিত্র ও ভিডিও:

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha