হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উক্ত হাদীস দনেশনামে ইমাম হোসাইন পুস্তক থেকে নেওয়া হয়েছে, হাদীস নিম্নরূপ:
ইমাম হোসাইন (আ:) বলেন:
لا تَقُولَنَّ فى أخيكَ الْمُؤمِنِ إذا تَوارى عَنْكَ إلاّ مِثْلَ ماتُحِبُّ أنْ يَقُولَ فيكَ إذا تَوارَيْتَ عَنْهُ
তুমি যে ধরনের কথা তোমার ব্যাপারে অন্যের কাছ থেকে শুনতে পছন্দ করো, তুমিও অন্যের ব্যাপারে ঐ ধরনের কথা বলো।
(দনেশনমে ইমাম হোসাইন, হাদীস নং: ৪০২২)
অনুবাদক: আব্দুল্লাহ ও শারীফা খাতুন
আপনার কমেন্ট