হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগানাহ জেলার অন্তর্গত নারকেল বেড়িয়া গ্রাম নিবাসী জনাব হুজ্জাতুল ইসলাম মাওলানা সাবির রেজা সাহেবের আব্বাজান পরলোকগমন করেছেন।
সুত্র অনুযায়ী, হুজ্জাতুল ইসলাম মাওলানা সাবির রেযা সাহেবের আব্বা জনাব আব্দুল মালেক সাহেব বাড়ি ফেরার পথে বাইক অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেন।
তাঁর জানাযার নামায ইনশাআল্লাহ আগামী কাল সোমবার যোহরবাদ অনুষ্ঠিত হবে।
আপনাদের সকলের অংশগ্রহণে একান্ত কাম্য।
আল্লাহ মারহুমের মাগফিরাত এবং জেওয়ারে মাসুমীনে স্থান দান করুন।
আল্লাহ তাঁকে আহলেবাইত (আঃ)-এর সাথে জান্নাতের সুউচ্চ স্থান দান করুন, আমীন।
আপনার কমেন্ট