শুক্রবার ১৭ সেপ্টেম্বর ২০২১ - ০১:৫১
ইমাম হোসাইন (আ:) এর বানী

হাওজা / হযরত ইমাম হোসাইন (আ:) থেকে বর্ণিত হাদীস।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উক্ত হাদীস দনেশনামে ইমাম হোসাইন পুস্তক থেকে নেওয়া হয়েছে, হাদীস নিম্নরূপ:

ইমাম হোসাইন (আ:) বলেন:

سُئِلَ اَلْحُسَيْنُ بْنُ عَلِيٍّ عَلَيْهِ اَلسَّلاَمُ عَنِ اَلنَّجْدَةِ فَقَالَ اَلْإِقْدَامُ عَلَى اَلْكَرِيهَةِ وَ اَلصَّبْرُ عِنْدَ اَلنَّائِبَةِ وَ اَلذَّبُّ عَنِ اَلْإِخْوَانِ .

ইমাম হোসাইন আলাইহিস সালামকে আধ্যাত্বিক শক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আধ্যাত্বিক শক্তি হলো:

১. কঠিন অবস্থায় পদক্ষেপ গ্রহণ করা,

২. বিপদে ধৈর্য ধারণ করা ও

৩. ঈমানদার ভাইদের পক্ষে কথা বলা।

(দনেশনমে ইমাম হোসাইন, হাদীস নং: ৩৯১৬)

অনুবাদক: আব্দুল্লাহ ও শারীফা খাতুন

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha