হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, কাসরে আব্বাস ইমাম বারগাহ, খালিস পুর খুলনা উক্ত মজলিসে বক্তব্য রাখেন মাওলানা রেজা আলী জায়দী সাহেব কিবলা।
মাওলানা রেজা আলী জায়দী সাহেব উক্ত মজলিসে আলোচনা করেন যে আল্লাহর রাস্তায় যারা প্রাণ হারান তাদেরকে তোমরা মৃত বলোনা বরং তারা জীবীত এবং নিজের প্রতিপালকের কাছ থেকে রিজিক প্রাপ্ত।
এছাড়া তিনি আলোচনার শেষে মাসায়েব এ হযরত আব্বাস আলামদার, বিবি সাকিনা (আ:) এর উপর হওয়া মসিবত বর্ননা করেন।
আপনার কমেন্ট