হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, মরহুম রাফিয়া বেগমের তিন দিনের (তিজা) মজলিসের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার যহোরের নামাজ বাদ।
উক্ত মজলিসে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলানা রেজা আলী জায়দী সাহেব কিবলা।
আপনাদের কাছে বিনিত অনুরোধ, আপনারা সকলে মরহুমের জন্য ১ বার সূরা হামদ, ৩ বার সুরা ইখলাস ও ৩ বার দরুদ শরীফ পাঠ করে রূহের আত্মার কাগফিরাত কামনা করুন।
আপনার কমেন্ট