হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, কারবালার শহীদ ইমাম হোসায়েন (আ:) এর পবিত্র চল্লিশা (আরবাইন) উপলক্ষে শোকানুষ্ঠান নারিকেলবেড়িয়া কারবালা উত্তর ২৪ পরগনা পশ্চিমবঙ্গ ভারত
এই শোকানুষ্ঠানে প্রথম বক্তব্য রাখেন জনাব মাওলানা হুজ্জাতুল ইসলাম হায়দার আলী সাহেব কিবলা (পেশনামাজ নারিকেলবেড়িয়া মসজিদ) দ্বিতীয় বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলা এবং তৃতীয় মাজলিস পড়েন হুজ্জাতুল ইসলাম মাওলানা ডক্টর সৈয়দ মহসিন রেজা আবদি সাহেব কিবলা।
আপনার কমেন্ট