শুক্রবার ৮ অক্টোবর ২০২১ - ১৩:৫০
ওফাতে রসূল (স:) ও ইমাম হাসান (আ:)

হাওজা / আম্বিয়াদের সর্দার ও সিবতে আকবর ইমাম হাসান মুজতবা (আলাইহিস সালাম) এর শাহাদাত উপলক্ষে শোক অনুষ্ঠান

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ জেলার অন্তর্গত বাদুড়িয়ার কুলিয়া গ্রামে আম্বিয়াদের সর্দার ও সিবতে আকবর ইমাম হাসান মুজতবা (আলাইহিস সালাম) এর শাহাদাত উপলক্ষে শোক অনুষ্ঠান ও শোকযাত্রার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলানা রহিমুদ্দিন সাহেব কিবলা, হুজ্জাতুল ইসলাম মাওলানা হায়দার আলী সাহেব কিবলা, মাওলানা মাদাদ আলী সাহেব কিবলা, মাওলানা আসগার আলী সাহেব কিবলা, হুজ্জাতুল ইসলাম মাওলানা সাবির রেজা সাহেব কিবলা।

বক্তৃতা শেষে জুলুস বাহির হয়।

যেখানে বিপুল সংখ্যক মুমিন অংশগ্রহণ করেন। মিছিলটি একটি নির্দিষ্ট পথ ধরে ইমামবাগায় পৌঁছে সূর্যাস্তের পূর্বে শেষ হয়।

 

সৌজন্যে: হুসাইনী ইমামবাড়া কমিটি এবং আল মাহদী মসজিদ কমিটি কোলিয়া

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha