সোমবার ১১ অক্টোবর ২০২১ - ১৪:২১
হুজ্জাতুল ইসলাম মাওলানা জয়নুল আবেদিন

হাওজা / কারবালার শহীদ ইমাম হোসায়েন (আ:) এর শাহাদাত উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং উক্ত শিবিরে মুসলিম ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা আংশগ্রহন করেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ‘Islamic Center of The World Federation Nepal’ এর উদ্যোগে কারবালার শহীদ ইমাম হোসায়েন (আ:) এর শাহাদাত উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং উক্ত শিবিরে মুসলিম ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা আংশগ্রহন করেন।

এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম মাওলানা জয়নুল আবেদিন সাহেব কিবলা (পেশ ইমাম কাঠমান্ডু, নেপাল) যিনি নেপালের মতো যায়গায় আহলে বাইত (আ:)এর তাবলিগ করছেন এবং শিয়া ও সুন্নি উভয়দের মধ্যে ঐক্য বজায় রেখেছেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha