হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগণা জেলার অন্তর্গত ঢালীপাড়া গ্রামে হুসাইনী ইমামবাড়া কমিটির পক্ষ থেকে আমার ও আপনার একাদশ ইমাম হযরত হাসান আসকারী (আঃ) এবং শহীদ সম্রাট হযরত ইমাম হুসাইন (আঃ) ও তাহার শহীদ সঙ্গীদের স্মরণে মজলিস, মাতম ও জুলুসের আয়োজন করা হয়েছে, উক্ত শোক অনুষ্ঠানে আপনাদের সকলকেই আন্তরিক ভাবে আহ্বান করছি ।
তারিখ : ১৪ অক্টোবর ২০২১, ২৭ আশ্বিন ১৪২৮, ৭ রবীউল আওয়াল ১৪৪৩
বার: বৃহস্পতিবার
সময়: দুপর ১২ : ৩০ হয়তে প্রয়োজনীয় সময় পর্যন্ত ।
বিঃ দ্রঃ: ১৩ই অক্টোবর দিনগত রাতে শাব্বেদারী হবে ।
সর্বশেষে তাবাররুকের ব্যবস্থা থাকবে ইন'শা'আল্লাহ
আয়োজক: হুসাইনী ইমামবাড়া কমিটি, ঢালীপাড়া, উঃ২৪ পরগণা, ভারত
আপনার কমেন্ট