মঙ্গলবার ১৯ অক্টোবর ২০২১ - ০০:০১
১৭-ই রবিউল আওয়াল

হাওজা / Channel Satyer PathE এর উদ্যোগে প্রতিদিন ধারাবাহিক অনলাইন আলোচনাঃ প্রতিদিনঃ ভারতীয় সময় রাত্রী 9 - 00 pm (indian Time) ১২ — ১৭-ই রবিউল আওয়াল, 19 Oct - 25 Oct 2021

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, Channel Satyer PathE এর উদ্যোগে প্রতিদিন ধারাবাহিক অনলাইন আলোচনাঃ বিষয়ঃ আল্লাহর হাবিব হযরত মুহাম্মাদ (সঃ) এসেছিলেন কাফেরদের মুসলমান বানাতে, কিন্তু আজ মুসলমান বিভিন্ন দলগত ভাগে বিভক্ত হয়ে এক মুসলমান আর এক মুলমানকে 'কাফের' আখ্যা দিচ্ছে ৷

আসুন আমরা আল্লাহ'র রহমাতুল্লিল আলামীন হযরত মুহাম্মাদ (সঃ)-এর সম্মানিত উম্মাত হবার চেষ্টা করি আল্লাহপাকের কোরআনের আলোকে, আল্লাহপাক সুরা আলে ইমরানের ৬৪ নাম্বার আয়াতে বলছেনঃ "এসো সেই কথায় যা আমাদের সঙ্গে তোমাদের এক,"

আসুন আল্লাহর রজ্জুকে দৃঢ় ভাবে ধারন করি

আলোচনা করবেনঃ

ড. মওলানা রিজওয়ান সালাম খান, মওলানা তাফাজ্জুল হোসেন, মওলানা মুনির আব্বাস নাজাফি, মুস্তাক আহমদ

আলোচনা হবে এই 👇👇লিঙ্কে

https://meet.google.com/chw-manr-fgw

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha