শনিবার ৩০ অক্টোবর ২০২১ - ২০:৩২
ঈদে মিলাদুন্নাবী (সঃ) ও জাশনে ইমাম জাফর সাদিক্ব (আঃ)

হাওজা / আটলিয়া গ্রামে ঈদে মিলাদুন্নাবী (সঃ) ও জাশনে ইমাম জাফর সাদিক্ব (আঃ) উদযাপন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, গত রাতে আটলিয়া গ্রাম, উঃ ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ ভারতে ঈদে মিলাদুন্নাবী (সঃ) ও জাশনে ইমাম জাফর সাদিক্ব (আঃ) উদযাপন হয়েছে।

কবিগণঃ জনাব মাওলানা আলী রেজা (রানা) সাহেব, [সোমপুর,  পেশ ইমাম - বকচরা], জনাব মুজাফফার আলী সাহেব (কেওটশা), জনাব নূর ইসলাম সাহেব (নারিকেলবেড়িয়া), জনাব তক্বী আলী সাহেব (কেওটশা), জনাব ইসমাইল তরফদার   সাহেব (ঢালিপাড়া), জনাব কামাল আলী সাহেব (নারিকেলবেড়িয়া), জনাব মুন্তাযির আলী সাহেব (সন্নিয়া),

বক্তাগণঃ জনাব মাওলানা আতহার আলী সাহেব (পেশ ইমাম আটলিয়া), জনাব মাওলানা হায়দার আলী সাহেব (পেশ ইমাম নারিকেলবেড়িয়া)।

পরিচালকঃ জনাব শাব্বীর আলী গাইন সাহেব (ঢালিপাড়া)।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha