সোমবার ১ নভেম্বর ২০২১ - ০১:১২
হুজ্জাতুল ইসলাম ড: গুরজিয়ান

হাওজা / ‘তাকরিবে মাযাহিব’ বিষয় সম্পর্কিত আলোচনা সভায় ভারতীয় ছাত্রদের উপস্থিতিতে হুজ্জাতুল ইসলাম ড: গুরজিয়ান বক্তব্য রাখেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ‘তাকরিবে মাযাহিব’ বিষয় সম্পর্কিত আলোচনা সভায় হজ্জাতুল ইসলাম ড: গুরজিয়ান ‘জালওয়াহা-এ-মানাবিয়াত দার জাহানে ইসলান’ নামক পুস্তকে বর্ণিত বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেন যেমন: সফিবাদ, চিশ্তিয়া, ইবনে আরাবী এবং তার মতবাদ, সফিবাদ এবং ইরান…।

উক্ত আলোচনা সভায় ছাত্ররা বিভিন্ন ধরনের প্রশ্ন করে এবং উস্তাদ গুরজিয়ান সমস্ত প্রশ্নের খুবই সুন্দর ভাবে উত্তর দেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha