বুধবার ৩ নভেম্বর ২০২১ - ২০:৫২
আয়াতুল্লাহ আলাভী গুরগানী

হাওজা/ আয়াতুল্লাহ আলাভী গুরগানী বলেন: আলেমদের মতে হযরত মাসুমা (সা:)-এর বিষক্রিয়া ঐতিহাসিক বিষয়গুলোর একটি। হজরত মাসুমা (সা:) মৃত্যু প্রাকৃতিক ভাবে হয় নি।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, হযরত আয়াতুল্লাহ আলাভী গুরগানী কুম শহরে তাঁর কার্যালয়ে হযরত মাসুমা (সা:)-এর পবিত্র মাজারের সাংস্কৃতিক কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বলেন: মহানবী (সা:) এবং তার পরিবার সেই নক্ষত্র যা ঈশ্বর তাদের মাধ্যমে মানুষকে পথ দেখানোর জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন।

তিনি বলেন: মহান আল্লাহ হযরত ফাতিমা মাসুমা (সা:)-কে একই উদ্দেশ্যে কুম শহরে নিয়ে আসেন।

 হজরত মাসুমা (সা:)-এর কাফেলা যখন ইরানের উদ্দেশে রওনা হয়, তখন সেই কাফেলায় হজরত মাসুমা (সা:)-এর সঙ্গে ৪০০ জন ছিলেন।

 বানি হাশিমের একটি দল ইমাম রেজা (আ:)-এর সাথে দেখা করতে হযরত মাসুমার সাথে এসেছিলেন। পথে লোকেরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়, যা তৎকালীন খলিফা মামুন আব্বাসীকে ভীত করে তোলে।

 তিনি বলেন, তৎকালীন খলিফা মামুন আব্বাসীর আদেশে হযরত মাসুমা (সা:)কে বিষ দিয়ে হত্যা করা হয়েছিল।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha