সোমবার ১৫ নভেম্বর ২০২১ - ১২:১৯
ইয়েমেন

হাওজা / ইয়েমেনে আরব জোটের বিমান হামলার কারণে বহু ক্ষয়ক্ষতি হয়েছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইয়েমেনের মারিবের কাছে বিমান হামলায় আনেক হুথিদের নিহতের দাবি করেছে আরব জোট। গতকাল শনিবার জোটটির পক্ষ থেকে এ দাবি করা হয়। মারিব শহরের পূর্বে সিরওয়াহ এবং দক্ষিণে আল-বায়দা প্রদেশে এই অভিযান চালানো হয় বলেও জানায় তারা।

জোট আরো দাবি করে, গত ২৪ ঘন্টায় চালানো ৪২টি হামলায় ১৭টি সামরিক যানও ধ্বংস করা হয়েছে। ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে গত মাসে প্রায়-দৈনিক হামলা চালিয়ে আসছে আরব জোট।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha