শনিবার ২০ নভেম্বর ২০২১ - ২১:০৪
আল্লামা মাকসুদ ডোমকি

হাওজা/ মজলিস-ই-ওয়াহদাত মুসলিমীন পাকিস্তানের কেন্দ্রীয় মুখপাত্র বলেন, সমাজের উন্নতির জন্য শিক্ষা ও প্রশিক্ষণ অপরিহার্য। মজলিস-ই-ওয়াহদাত মুসলিম সমাজ সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ, তাই আমাদের উচিত শিক্ষা ও প্রশিক্ষণের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, মজলিস-ই-ওয়াহদাত মুসলিমীন পাকিস্তানের প্রধান আল্লামা মাকসুদ আলী ডোমকি নবাবশাহের বেহেশত-ই-জাহরা মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, এবং এমডব্লিউএম বেনাজির আবাদ জেলার জেলা মহাসচিব আল্লামা সাজ্জাদ হোসাইন মোহসেনীর সাথে সাক্ষাৎ করেন।

সভায় জেলা উপ-সম্পাদক ইরশাদ আলী লেখি, সেক্রেটারি মাওলানা আশফাক হোসাইন হুসাইনী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে আল্লামা মকসুদ আলী ডোমকী বলেন, মানুষের প্রতি আল্লাহর প্রথম ভাষণ ছিল ইকরা (পড়) দিয়ে শুরু হয় এবং পবিত্র কোরআনের সূরা কলমের শুরুতে আল্লাহ তায়ালা কলম ও লেখার শপথ গ্রহণ করেন এবং এর মাহাত্ম্য ও ফজিলত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, মানব সমাজের উন্নয়নে বই-কলম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আল্লাহ তায়ালা আসমান থেকে বই নাজিল করেছেন।

তিনি বলেন, সমাজের উন্নতির জন্য শিক্ষা ও প্রশিক্ষণ অপরিহার্য উপাদান।

এছাড়া আল্লামা মকসুদ আলী ডোমকি নবাবশাহ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন শাহ নাওয়াজ খান ডোমকিকে দেখতে যান এবং তার সুস্থতার জন্য দোয়া করেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha