সোমবার ৬ ডিসেম্বর ২০২১ - ২৩:২৪
আলী শামখানি

হাওজা / আফগানিস্তানের চলমান জটিল পরিস্থিতির জন্য মার্কিন সরকারের গত ২০ বছরের দখলদারিত্ব ও ভুল নীতিকে দায়ী করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, রোববার ইরান সফররত কিরগিজস্তানের নিরাপত্তা পরিষদের ভাইস চেয়ারম্যান তালাতবেক মাসাদিয়াকভের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। কিরগিজিস্তানের এ কর্মকর্তা তিন দিনের জন্য ইরান সফরে গেছেন।

বৈঠকে দুই পক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ইরান ও কিরগিজিস্তানের দ্বিপক্ষীয় স্বার্থ নিয়েও তারা কথা বলেন। এছাড়া, তেহরান ও বিশকেকের মধ্যে বিশেষ করে রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক খাতে সম্পর্ক আরো গভীর ও জোরদার করার উপায় নিয়েও দুই কর্মকর্তা আলোচনা করেন।

আফগান পরিস্থিতি সম্পর্কে আলী শামখানি বলেন, আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযান ও ২০ বছরের দখলদারিত্বের কারণে দেশটিতে সংকট তৈরি হয়েছে। তিনি আরো বলেন, আফগানিস্তানে শান্তি, স্থিতিশীলতা ও টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সব নৃগোষ্ঠীর সমন্বয়ে অংশগ্রহণমূলক সরকার গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha