হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগনাহ জেলার অন্তর্গত আমরুলগাছা বেজপাটলি দাদানপাড় কারবালায় আইয়ামে এ ফাতেমিয়া উপলক্ষে পাঁচ দিন ব্যাপী মজলিসের আয়োজন করা হয়েছে।
উক্ত মজলিসে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলানা হায়দার আলী সাহেব কিবলা (পেশ ইমাম নারিকেলবেড়িয়া)।
উক্ত মজলিসে হুজ্জাতুল ইসলান মাওলানা হায়দার আলী সাহেব কিবলা হযরত ফাতেমা যাহরা (স:) এর শাহাদাত সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সর্বশেষে মাসায়েব দ্বারা মজলিস সমাপ্ত করেন।
আপনার কমেন্ট