বুধবার ২৯ ডিসেম্বর ২০২১ - ১৮:০১
আন্তর্জাতিক সেমিনার (নেপাল)

হাওজা / নেপালে আইয়ামে ফাতেমিয়া উপলক্ষে প্রথমবার নেপালের চার ধর্মের প্রধান অভিজাতদের অংশগ্রহণে একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নেপালে আইয়ামে ফাতেমিয়া উপলক্ষে প্রথমবার নেপালের চার ধর্মের প্রধান অভিজাতদের অংশগ্রহণে একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান ২০২২ সালের প্রথম জানুয়ারী শনিবার অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইরানের আন্তর্জাতিক বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম আলী জাদেহ মুসাভী। এবং উক্ত অনুষ্ঠানটি নেপালের মোবাল্লিগ হুজ্জাতুল ইসলাম মাওলানা জয়নুল আবেদিন সাহেবের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে।

নেপালে আহলে বাইত (আ:) কে ভালোবাসেন এমন কিছু সুন্নি ভাইদের সাথে এবং তাদের সাহায্য ও সহযোগিতায় এই অনুষ্ঠানটি করা হচ্ছে।

সেমিনারে চারজন অমুসলিম (হিন্দু, শিখ, খ্রিস্টান এবং বৌদ্ধ) নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন, তারা তাদের ধর্মে নারীর মর্যাদা সম্পর্কে সংক্ষিপ্তভাবে কথা বললেন এবং শেষে তাদের একটি শাল দিয়ে সম্মানিত করা হবে।

এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আদিবাসী সুন্নি পণ্ডিত নেপাল সংসদের প্রাক্তন সদস্য এবং একজন সুন্নি সাংস্কৃতিক কর্মী।

এছাড়া উক্ত অনুষ্ঠানে আহলে বাইত (আ:)-কে ভালোবাসেন এমন একজন সুন্নি মুসলিম নারীকে সেমিনারের প্রধান হিসেবে রাখা হয়েছে।

সেমিনারের জন্য ৩-তারা হোটেলের হলে বিশেষ অতিথি ছাড়াও (১৫০) জন ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠান পরিচালনা: ইসলামিক সেন্টার অফ খোজা নেপাল ওয়ার্ল্ড ফেডারেশন

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha