রবিবার ২ জানুয়ারী ২০২২ - ০০:৪০
জনাব সাকবার গাজী

হাওজা / উত্তর ২৪ পরগনাহ জেলার শাকচুড়া (মাঠপাড়া) গ্রামের সাকবার সাহেব ইন্তেকাল করেছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, পশ্চিম বঙ্গের উত্তর ২৪ পরগনাহ জেলার শাকচুড়া (মাঠপাড়া) গ্রামের অন্তর্গত সাকবার সাহেব ইন্তেকাল করেছেন।

সাকবার সাহেব মরহুম ছিলেন একজন ধর্মীয় মোমিন ও আহলে বাইত (আ:) অনুসারী, এছাড়া নিজের এলাকায় সাকবার সাহেবের সুনাম আছে যেমন: তিনি সমাজিক কাজের পাশাপাশী মানুষের বিভিন্ন ধরনের সাহায্য ও সহযোগীতা করতেন।

জনাব সাকবার সাহেব নিজের জীবনে এরকম বহু ভালো কাজ করে গেছেন।

জনাব সাকবার সাহেবের ছেলে হুজ্জাতুল ইসলাম মাওলানা আমির হোসায়েন (ইরানের আল-মুস্তাফা বিশ্ববিদ্যালয়ে) শিক্ষারত হঠাৎ বাবার মত্যুর খবর শুনে শোকাহত।

জনাব সাকবার সাহেবের মৃত্যুর খবর পেয়ে ইরানে শিক্ষারত বাঙ্গালী ছাত্রদের আঞ্জুমান ‘ফালাহ ফাউন্ডেশন’ মরহুমের জন্য মজলিসের আয়োজন করে।

উক্ত মজলিসে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলানা শামিম সাহেব কিবলা।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha