হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর গ্রাম কুমার পুরে বিশ্বনবী (সঃ) এর কন্যা, জান্নাতের নারীদের সম্রাজ্ঞী হযরত ফাতিমাতুয যাহরা (আঃ) -এর শাহাদাত স্মরণে তিনদিন ব্যাপি মজলিসের আয়োজন করা হয়েছিল।
উক্ত মজলিসে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলানা মুনির আব্বাস নাজাফী (পেশ ইমাম মসজিদে আহলে বাইত (আ:) কুমার পুর)।
হুজ্জাতুল ইসলাম মাওলানা মুনির আব্বাস নাজাফী তার মজলিসে হযরত ফাতেমা জাহরা (স:)’র ফযিলত সম্পর্কে বিভিন্ন ভাবে আলোচনা করেন।
আপনার কমেন্ট