মঙ্গলবার ২৫ জানুয়ারী ২০২২ - ১৪:৫৩
হুজ্জাতুল ইসলাম মাওলানা হায়দার আলী সাহেব

হাওজা / উত্তর ২৪ পরগনাহ জেলার কোটাল বেড়িয়া গ্রামে ‘কারজুল হাসানাহ হযরত মুহম্মাদ (স:)’ এর পক্ষ থেকে ক্যাম্প ও মাহফিলে আয়োজন করা হয়েছিল।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, পশ্চিম বঙ্গের উত্তর ২৪ পরগনাহ জেলার কোটাল বেড়িয়া গ্রামে ‘কারজুল হাসানাহ হযরত মুহম্মাদ (স:)’ এর পক্ষ থেকে ক্যাম্প ও মাহফিলে আয়োজন করা হয়েছিল।

উক্ত ক্যাম্পে প্রাথমিক মাসায়েল যেমন: গোসল, ওযু, নামাজ, এছাড়া আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বাদ মাগরিব মাহফিলের আয়োজন করা হয়েছিল উক্ত মাহফিলে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলানা রোহিমুদ্দিন সাহেব কিবলা, হুজ্জাতুল ইসলাম মাওলানা জামশেদ আলী সাহেব কিবলা, হুজ্জাতুল ইসলাম মাওলানা মুস্তাফা আলী সাহেব কিবলা ও হুজ্জাতুল ইসলাম মাওলানা হায়দার আলী সাহেব কিবলা।

কবিগণ: মোয়াজ্জেম আলী সাহেব, নুর ইসলাম সাহেব ও জাহাঙ্গীর আলী সাহেব।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha