রবিবার ৩০ জানুয়ারী ২০২২ - ০৯:৫৩
আল্লামা শাহেনশাহ হোসেন নাকভী

হাওজা / আমাদের উচিত নতুন প্রজন্মকে যথাসম্ভব শিক্ষায় সুশোভিত করার চেষ্টা করা এবং ধর্মের প্রতি সেবার মনোভাব নিয়ে এগিয়ে যাওয়া, পথ প্রশস্ত করা আল্লাহর কাজ।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আল-গাদির ফাউন্ডেশন কর্তৃক বিশ্বখ্যাত ধর্মীয় আলেম ও খতিব মাওলানা শাহেনশাহ হুসেন নাকভীর সম্মানে "ভারতের উলামাদের সাথে একটি বৈঠক" শীর্ষক একটি স্কলারলি সেশনের আয়োজন করা হয়েছে।

আল-গাদির ফাউন্ডেশনের সম্পাদক মাওলানা রোমান রিজভীর প্রতিবেদন অনুসারে, মাওলানা শাহেনশাহ হুসেন নাকভীকে ইরাকের নাজাফ আশরাফে অবস্থিত ভারতীয় উলামারা স্বাগত জানিয়েছেন।

শুরুতে মাওলানা রোমান রিজভী ভারতের সকল আলেমদের সাথে পরিচয় করিয়ে দেন এবং তারপর মাওলানা শাহেনশাহ হুসাইন নাকভীর সাথে বিভিন্ন ধর্মীয় বিষয়ে আলোচনা করেন।

এই বৈঠকে মাওলানা শাহেনশাহ হুসাইন নাকভী তার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ উল্লেখ করে বলেন, আধুনিক যুগে আমাদের দ্বীনি শিক্ষার প্রসার ঘটাতে হবে এবং তাদেরকে আধুনিক শিক্ষার সাথে যুক্ত হতে হবে।

আর নতুন প্রজন্মকে সাধ্যমতো শিক্ষার সাজে সাজানোর চেষ্টা করতে হবে।মাওলানা আরও বলেন, দ্বীনের সেবার মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে, পথ প্রশস্ত করা আল্লাহর কাজ।

শেষে মাওলানা রোমান রিজভী সংগঠনের পক্ষ থেকে মাওলানা শাহেনশাহ হুসাইন নাকভীর খেদমতে উপহার পেশ করেন এবং সকল আলেমকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানান।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha