হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেলের মতে, হানাদার সৌদি জোট ইয়েমেনের সাদা প্রদেশের আল-রাক্কা সীমান্ত এলাকায় বোমাবর্ষণ করে যার কারণে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি বোমা হামলায় নিহতদের মধ্যে দুজন আফ্রিকান শরণার্থীও রয়েছে।
সৌদি আরব যুক্তরাষ্ট্র ও অন্যান্য কয়েকটি দেশের সমর্থনে গত সাত বছর ধরে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে এবং স্থল, আকাশ ও সমুদ্রপথে দেশটিকে অবরোধও করেছে।
সাত বছরেরও বেশি সময় ধরে সৌদি-আমেরিকান আগ্রাসন ও অবরোধের ফলে লাখ লাখ ইয়েমেনি নাগরিক শহীদ, আহত, অসুস্থ বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, ইয়েমেনের জনগণের বিরুদ্ধে মার্কিন সমর্থিত সৌদি জোটের সবচেয়ে নৃশংস আগ্রাসন সত্বেও সামরিক জোট এখন পর্যন্ত ইয়েমেনে তাদের কোনো লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
আপনার কমেন্ট