সোমবার ৭ ফেব্রুয়ারী ২০২২ - ১৯:৪৫
মাওলানা জালাল হায়দার নাকভী

হাওজা / সর্বভারতীয় শিয়া কাউন্সিল কর্ণাটকের মহিলা ছাত্রদের হিজাবের উপর স্কুল প্রশাসন কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা করেছেন এবং এই পদক্ষেপকে ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী বলে অভিহিত করেছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, অল ইন্ডিয়া শিয়া কাউন্সিলের জাতীয় মুখপাত্র মাওলানা জালাল হায়দার নাকভী বলেছেন যে হিজাব মানব বিবর্তন এবং মহত্ব ও উচ্চতার প্রতীক। সারা বিশ্ব জুড়ে প্রকৃতির উপাদান মানবতাকে আবার নগ্নতা ও নগ্নতার দিকে ঠেলে দিতে চায়।

কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের দেশ ভারতে যেখানে শালীনতা ও সতীত্বকে নারীর অলংকরণ হিসেবে বিবেচনা করা হয় এবং নারীর মর্যাদাকে সন্মান করা হয়, সেখানে অশ্লীলতা ও বেহিজাবকে প্রচার করার অপচেষ্টা চলছে।

তাই আমরা কর্ণাটক সরকারকে এই অসাংবিধানিক পদক্ষেপ বন্ধ করার জন্য এবং স্কুল প্রশাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাই এবং দেশের ধর্মনিরপেক্ষ জনগণকে রাজনৈতিক কৌশলের জন্য কোনো গোষ্ঠী বা দলের সংবিধানকে হস্তক্ষেপ করার আহ্বান জানাচ্ছি। কারণ এ ধরনের অসাংবিধানিক পদক্ষেপ নিশ্চুপ হলে এক এক করে সব মানুষের অধিকার হরণ করা হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha