শুক্রবার ৪ মার্চ ২০২২ - ১৫:৪৪
পেশাওয়ার শিয়া মসজিদে বিস্ফোরণ

হাওজা / পাকিস্তানের শিয়া ওলামা কাউন্সিলের প্রধান আল্লামা সাজিদ নাকভী রোববার তিন দিনের শোক ও দেশব্যাপী প্রতিবাদ ঘোষণা করেছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, শিয়া নিউজ (পাকিস্তানি শিয়া সংবাদ সংস্থা) পাকিস্তানের শিয়া ওলামা কাউন্সিলের প্রধান আল্লামা সাজিদ নাকভী রোববার তিন দিনের শোক ও দেশব্যাপী প্রতিবাদ ঘোষণা করেছেন।

আল্লামা সাজিদ নাকভী কিস্সা খাওয়ানি বাজারে শিয়া জামে মসজিদ পেশাওয়ারে আত্মঘাতী হামলার তীব্র নিন্দা করেছেন।

ইমাম জুমাসহ ৫০ জনের শহীদ হয়েছেন, সরকার তার নাগরিকদের সুরক্ষা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মনে হচ্ছে।

তিনি বলেন, এই দুঃসময়ে তারা শহীদদের পরিবারের সমান অংশীদার।

পেশাওয়ার ট্র্যাজেডির নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে আল্লামা সাজিদ নাকভী বলেছেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দিতে হবে এবং দোষীদের কঠোর বিচারের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে।

আল্লামা সাজিদ নাকভীও কোয়েটায় সন্ত্রাসী হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha