রবিবার ১৩ মার্চ ২০২২ - ১২:৫৬
ইমাম মুসা কাযিম (আঃ)-এর অমীয় বাণী

হাওজা / ইমাম মুসা কাযিম (আঃ) এর বানী মানুষের জ্ঞান চারটি জিনিসের উপর বিদ্যমান।

ইমাম মুসা কাযিম (আঃ) বলেন:

জ্ঞানের সারাংশ।

وَجَدْتُ عِلْمَ النّاسِ فی أرْبَعٍ: أوَّلُها أنْ تَعْرِفَ رَبَّكَ، وَالثّانِیةُ أنْ تَعْرِفَ ما صَنَعَ بِكَ، وَالثّالِثَةُ، أنْ تَعْرِفَ ما أرادَ مِنْكَ، وَالرّابِعَةُ أنْ تَعْرِفَ ما یخْرِجُكَ عَنْ دینِك

"আমি দেখলাম মানুষের জ্ঞান চারটি জিনিসের উপর বিদ্যমান।

প্রথমত, নিজের পালনকর্তা সম্পর্কে জ্ঞান অন্বেষণ করা।

দ্বিতীয়ত, ঐদিকে মনোযোগ দাও যে, তিনি তোমার প্রতি কি (সর্বোত্তম) সুন্দর ব্যবহার করেছেন।

তৃতীয়ত, তিনি তোমার কাছে কি প্রত্যাশা করেছেন তা বিবেচনা কর।

চতুর্থত, তিনি তোমাকে তোমার দ্বীন থেকে বহিষ্কার করার জন্য কী করতে পারেন তা বিবেচনা কর।"

আল কাফী খন্ড ১ পৃষ্ঠা ৫০..

হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha