বুধবার ২৩ মার্চ ২০২২ - ১৮:২৩
পাকিস্তান দিবস

হাওজা / লাহোরে পাকিস্তান দিবস উপলক্ষ্যে জামিয়া উরওয়াতুল-উসকাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেহরিক-ই-বেদারী-ই-উম্মাতে মুস্তাফার প্রধান আল্লামা সৈয়দ জাওয়াদ নাকভী, এবং জামিয়া উরওয়াতুল-উসকার ছাত্ররা কুচকাওয়াজ, স্কাউট স্যালুট এবং পতাকা উত্তোলন করেন।

এর আগে আল্লামা জাওয়াদ নাকভীর নির্দেশে, তেহরিক-ই-বেদারি উম্মাতে মুস্তাফা ২০ থেকে ২৭ মার্চ পর্যন্ত সারা দেশে 'হাফতায়ে পাকিস্তান' উদযাপন করা হয়েছিল।

হাফতায়ে পাকিস্তান উপলক্ষে দেশব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান সম্মেলন আজ দুপুর ২টায় জামিয়া উরওয়াতুল-উসকা লাহোরে অনুষ্ঠিত হয়, যাতে সমস্ত চিন্তাধারার বিশিষ্ট আলেম, মহান নেতা, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক এবং অন্যান্য প্রবীণরা অংশগ্রহণ করেন।

আল্লামা সৈয়দ জাওয়াদ নাকভী বলেন, পাকিস্তান দিবস জাতীয় প্রতিষ্ঠানের বিজয়, গঠন ও শক্তিশালীকরণের দিন।

আল্লামা জাওয়াদ নাকভী বলেন, ৩০ মার্চ শুধু কুচকাওয়াজ, পতাকা ও আচার-অনুষ্ঠানের দিন নয়, ২৩শে মার্চ স্বাধীন দেশগুলোর কাছ থেকে শিষ্টাচার শেখার দিন।

তিনি বলেন, দাসপ্রথা জাতির জন্য নিকৃষ্টতম অপবিত্রতা, আমাদের অজ্ঞতা হল আমরা দাসপ্রথাকে গ্রহণ করেছি।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha