বুধবার ৬ এপ্রিল ২০২২ - ১১:৫২
আল্লাহর রসূলের (সা:) বানী

হাওজা / নবী (সা.) আলীকে বলেন, তুমি আমার পর উম্মত যে বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে পতিত হবে সে বিষয়ে ব্যাখ্যাদানকারী।

নবী (সা.) আলীকে বলেন, “ তুমি আমার পর উম্মত যে বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে পতিত হবে সে বিষয়ে ব্যাখ্যাদানকারী।

হাকিম তাঁর ‘মুসতাদরাক’ গ্রন্থের ৩য় খণ্ডের ১২২ পৃষ্ঠায়, কানযুল উম্মাল, ৬ষ্ঠ খণ্ড, ১৫৬ পৃষ্ঠায় দাইলামীর সূত্রে আবু যর গিফারী ( রা.) হতে হাদীসটি বর্ণিত হয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha