রবিবার ১০ এপ্রিল ২০২২ - ১৩:০৯
আল্লাহর রসূলের (সা:) বানী

হাওজা / আল্লাহর রসূল (সা:) যে বলেন, আলীর আনুগত্য করেছে সে যেন আমারই আনুগত্য করেছে, আর যে তার বিরোধিতা করেছে সে আমারই বিরোধীতা করেছে।

রাসূলুল্লাহ্ (সা.) বলেছেন, “ যে আমার আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল, আর যে আমার বিরোধীতা করল সে আল্লাহরই বিরোধীতা করল। আর যে আলীর আনুগত্য করেছে সে যেন আমারই আনুগত্য করেছে, আর যে তার বিরোধিতা করেছে সে আমারই বিরোধীতা করেছে।”

[ হাকিম নিশাবুরী তাঁর ‘মুসতাদরাক’ গ্রন্থের ৩য় খণ্ডের ১২১ পৃষ্ঠায় এবং যাহাবী তাঁর ‘তালখিসে মুসতাদরাক’ -এ হাদীসটি এনে বলেছেন যে, বুখারী ও মুসলিমের শর্তানুসারে হাদীসটি সহীহ।]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha