শুক্রবার ১৫ এপ্রিল ২০২২ - ১৩:৩৭
আল্লাহর রসূলের (সা:) বানী

হাওজা / আল্লাহর রসূল (সা:) বলেন, হে আলী! সৌভাগ্য সেই ব্যক্তির যে তোমাকে ভালবাসে।

নবী (সা.) বলেছেন, “হে আলী! সৌভাগ্য সেই ব্যক্তির যে তোমাকে ভালবাসে ও তোমার বিষয়ে সত্য বলে এবং দুর্ভাগ্য সেই ব্যক্তির যে তোমার সঙ্গে শক্রতা পোষন করে ও তোমার নামে মিথ্যা ছড়ায়।”

[ হাকিম তাঁর ‘ মুসতাদরাক’ গ্রন্থের ৩য় খণ্ডের ১৩৫ পৃষ্ঠায় হাদীসটি বর্ণনা করে বলেছেন যদিও হাদীসটি সহীহ সনদে বর্ণিত তবুও বুখারী ও মুসলিম তা বর্ণনা করেন নি।]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha