শুক্রবার ২৯ এপ্রিল ২০২২ - ১২:৫২
আল কুদস দিবস

হওজা / বিশ্বের ৯০ টিরও অধিক দেশে আজ বিশ্ব আল কুদস দিবস পালিত হচ্ছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইরানের প্রধান প্রধান শহর সহ ইরানের ৯০০ এর অধিক শহর এবং হাজার হাজার গ্রামে আজ বিশ্ব কুদস দিবস পালিত হচ্ছে এবং আশা করা যাচ্ছে যে মিলিয়ন মিলিয়ন ইরানী বিশ্ব কুদস দিবসের মিছিলে অংশ গ্রহণ করছে।

বিশ্বের ৯০ টিরও অধিক দেশে আজ বিশ্ব আল কুদস দিবস পালিত হচ্ছে।

গত বছরের কুদস দিবসের শ্লোগাণ ছিল : আল কুদসু আক্বরব ( কুদস সবচেয়ে নিকটবর্তী ) আর এ বছরের কুদস দিবসের শ্লোগান: আলকুদসু মেহওয়ার ( কুদস হচ্ছে অক্ষ অর্থাৎ মুসলিম বিশ্বের প্রধান ও মুখ্য বিষয় ( ইস্যু ) হচ্ছে কুদস ( বাইতুল মুকাদ্দাস) ।

অর্থাৎ কুদস ও ফিলিস্তিন হচ্ছে উম্মুল মাসায়েল অর্থাৎ বিশ্বের সকল সমস্যার মূল । যদি আল কুদস ও ফিলিস্তিন মুক্ত হয় তাহলে মুসলিম উম্মাহর সকল সমস্যা বরং বিশ্বের সকল সমস্যার সুষ্ঠু সমাধান সম্ভব হবে ।

টেলিভিশন থেকে ইরানের বিভিন্ন প্রদেশ , শহর ও গ্রামের আজ কুদস দিবস মিছিল ও সমাবেশ সরাসরি সম্প্রচার করছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha