বৃহস্পতিবার ২৬ মে ২০২২ - ২০:৫২
ইমাম মুসা কাযিম (আঃ)

হাওজা / ইমাম মুসা কাযিম (আঃ) বলেন, জ্ঞানী ও বিচক্ষণের সামান্যতম আমলও মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং তা দ্বিগুণ প্রতিদানে পুরস্কৃত করা হয়।

হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

বুঝে আমল করা।

قَلیلُ الْعَمَلِ مِنَ الْعاقِلِ مَقْبُولٌ مُضاعَفٌ وَ كَثیرُ الْعَمَلِ مِنْ أهْلِ الْهَوی وَالْجَهْلِ مَرْدُودٌ

"জ্ঞানী ও বিচক্ষণের সামান্যতম আমলও মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং তা দ্বিগুণ প্রতিদানে পুরস্কৃত করা হয়। আর অজ্ঞ ও কামনা-বাসনাদের অধিক আমলও আল্লাহর কাছে প্রত্যাখ্যাত।"

আল-কাফী খন্ড ১ পৃষ্ঠা ১৭..

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha