সোমবার ৬ জুন ২০২২ - ১১:২০
স্মরণ সভা

হাওজা / হযরত ইমাম খোমেনী (রহ.)-এর ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৪ঠা জুন’২২ শনিবার সন্ধ্যা ০৭.৩০ মিঃ আহলুল বাইত (আঃ) ফাউন্ডেশনের উদ্যোগে আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ইমামবাড়ীতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, হযরত ইমাম খোমেনী (রহ.)-এর ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৪ঠা জুন’২২ শনিবার সন্ধ্যা ০৭.৩০ মিঃ আহলুল বাইত (আঃ) ফাউন্ডেশনের উদ্যোগে আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ইমামবাড়ীতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভীর সভাপতিত্বে উক্ত স্মরণ সভা পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া-ই-ইমামে জামান পাঠের মধ্য দিয়ে শুরু হয়।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের ছাত্র আমিনুল ইসলাম। আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সাধারণ সম্পাদক মোঃ ইকবাল।

এরপর আলোচনা করেন, হুজ্জাতুল ইসলাম সাইয়েদ সাজ্জাদ হোসাইন, হুজ্জাতুল ইসলাম ড. আব্দুল কায়ুম, হুজ্জাতুল ইসলাম মোঃ আলী মোর্ত্তজা। সর্বশেষে সভার সভাপতি ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী আলোচনা করেন এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি পরিসমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করে হুজ্জাতুল ইসলাম মোঃ আনিসুর রহমান।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha