হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, গত বৃহস্পতিবার ২৩ জুন ২০২২ খাসপুর গ্রামে মওলা আব্বাস আলমদার (আ) এর আলমপাক নিয়ে এসেছেন আলী জনাব মওলানা জয়নুল আবেদিন সাহেব। এই উপলক্ষে একটি মাহফিলের আয়োজন করেন মওলানা ইরশাদ হোসেন সিদ্দিকি সাহেব নিজের বাসস্থানে। উক্ত মাহফিলে তকরির ও মরর্সিয়া অনেকক্ষণ চলে। এবং বহু ভক্তরা উপস্থিত ছিলেন যারা জিয়ারত করার জন্য এসেছিলেন। পীরে তরিকত আলহাজ্ব হজরত সৈয়দ রাসাদাত আলী আল কাদেরী ও পীরজাদা সৈয়দ ওয়েস আলী আল কাদেরীও উক্ত মাহফিলে অংশগ্রহণ করেন।
হাওজা / হযরত আব্বাস আলমদার (আ:) এর আলমপাক জিয়ারত নিয়ে একটি মাহফিলের আয়োজন করা হয়।
আপনার কমেন্ট