মঙ্গলবার ১৯ জুলাই ২০২২ - ১৪:১০
হুজ্জাতুল ইসলাম রেজা কাজিম লু

হাওজা / ইরানের কাজভিন প্রদেশের হাওজা ইলমিয়ার প্রধান বলেছেন, 'বেলায়েত' এটি ইসলামের অন্যতম মৌলিক নীতি ও সবচেয়ে বড় ঈদ।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, কাজভিন প্রদেশের হাওজা ইলমিয়ার প্রধান হুজ্জাতুল ইসলাম রেজা কাজিম লু বলেছেন, পবিত্র কোরআনের আয়াত এবং ইমামদের (আ.) মূল্যবান বাণী ইসলামী আকিদা-বিশ্বাসে ইমামতের মাহাত্ম্যকে যেমন স্পষ্টভাবে ব্যাখ্যা করে, তেমনি ঈদ গাদীরও সর্বশ্রেষ্ঠ ইসলামী ঈদ।

হুজ্জাতুল ইসলাম কাজেম লু বলেছেন, এই মহান দিনের আমল সম্পর্কে যা কিছু ইসলামী ঐতিহ্যে বর্ণিত হয়েছে সেগুলো আল্লাহর দৃষ্টিতে এবং মহানবী (সা:) ও আহলে বাইত (আ:) এর দৃষ্টিতে এই ইসলামী ঈদের মাহাত্ম্য ও গুরুত্বের প্রতি ইঙ্গিত করেছেন কেননা সেদিন সত্য সুখের পথ বিপথগামীতা থেকে বিচ্ছিন্ন হয়েছিল এবং ঈমানের উজ্বল রেখা কুফর ও পার্থিবতার অন্ধকার থেকে বিচ্ছিন্ন হয়েছিল।

কাজভিন প্রদেশের হাওজা ইলমিয়ার প্রধান বলেছেন, গাদীর হল শিয়া এবং আহলে বাইতের (আ:) সকল প্রকৃত অনুসারীদের জন্য পবিত্রতম নাম।

তিনি বলেন: নিঃসন্দেহে গাদীর দিবসকে বাঁচিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর মহানবী (সা:) ও আহলে বাইত (স:) এ সম্পর্কে ব্যবস্থা করতেন এবং মুসলিম ও শিয়াদের প্রতি বছর এই দিনটিকে বাঁচিয়ে রেখে ঈদ উদযাপনের নির্দেশ দিতেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha