শনিবার ২৩ জুলাই ২০২২ - ১১:৪০
আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় মানুষ

হাওজা / ইমাম মুসা কাজিম (আ.) একটি রেওয়ায়েতে আল্লাহর সান্নিধ্যে সবচেয়ে প্রিয় মানুষদের পরিচয় দিয়েছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত হাদিসটি 'উসুল কাফী’ গ্রন্থ থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদীসটি নিম্নরূপ:

ইমাম আল-কাজিম (আঃ) বলেন:

أَحَبُّ الْعِبادِ إِلَي اللهِ تَعالَي الْمُفَتَّنُونَ التَّوّابُون‏

আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বান্দা হল তারা যারা কোন প্রলোভনে (পাপ) আক্রান্ত হয় এবং খুব তাড়াতাড়ি তওবা করে নেয়।

(উসূলে কাফী, ২য় খন্ড, পৃ ৪৩২)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha