রবিবার ২৪ জুলাই ২০২২ - ১২:২৫
মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

হাওজা / আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে এমন অনেক শাস্তি দেন, যা আমরা বুঝতে পারি না।

হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

এক শিক্ষার্থী তার শিক্ষককে বললঃ আমরা দিবারাত্রে আল্লাহর অবাধ্যতা করি, কিন্তু আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন ??

শিক্ষক উত্তর দিলেনঃ এ কথা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে এমন অনেক শাস্তি দেন, যা আমরা বুঝতে পারি না।

শোনো আল্লাহর শাস্তি কি কি...

১- ঐশী প্রার্থনার আনন্দ থেকে বঞ্চিত হওয়া :

মহান আল্লাহ তাআলা প্রার্থনার আনন্দ তোমার কাছ থেকে কি কেড়ে নেন নি?

২- হৃদয়ের নিষ্ঠুরতা :

মানুষের হৃদয় শক্ত হওয়ার চেয়েও আর কোন বড় শাস্তি হতে পারে?

৩- একটি বড় শাস্তি হল, নেক কর্মের তৌফিক খুব কম পাওয়া যায়।

৪- কোরআন শরীফের তেলাওয়াত থেকে অবহেলা :

এমন কি হয় না যে, দিন চলে যায় কিন্তু কোরআন তেলাওয়াতের তৌফিক হয় না? বেশিরভাগ সময় আমরা কুরআন শরীফের এই আয়াতটি শুনি যেখানে আল্লাহ তায়ালা বলেছেন :

এই কোরআন যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তবে আল্লাহর ভয়ে চূর্ণ-বিচূর্ণ হয়ে যেত।

আমরা এই আয়াতটি শুনি কিন্তু আমাদের হৃদয়ে এর কোন প্রভাব পড়ে না?

৫- তাহাজ্জুদ নামায থেকে বঞ্চিত : দীর্ঘ রাত অতিবাহিত হয়ে যায় কিন্তু তাহাজ্জুদ নামাযের তৌফিক হয় না?

৬- নেক আমলের বসন্তকে অবহেলা করা :

নেক আমলের বসন্ত আসে এবং চলেও যায়, যেমন পবিত্র রমযান মাসের রোযা, শাওয়াল মাসের রোযা এবং জিলহজ্জ মাসের বরকতময় দিন ইত্যাদি ইত্যাদি,,,,,,কিন্তু উক্ত বসন্তে যথাযথ ভাবে এবাদত করার তৌফিক হয় না। তাহলে এর চেয়ে বড় শাস্তি আর কী হতে পারে?

৭- এবাদতকে বোঝা মনে করা :

তুমি কি এবাদতকে বোঝা মনে কর না?

৮- আল্লাহর স্মরণে অবহেলা : আল্লাহর স্মরণ থেকে তোমার জিহ্বা কি নীরব থাকে না?

৯- আত্মার কামনা বাসনা থেকে নিজেকে কি দুর্বল মনে হয় না?

১০- দুনিয়ার ভালবাসা :

তুমি কি ধনসম্পদ, পদ এবং খ্যাতির অযাচিত লোভে ভুগছ না? এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে?

১১- বড় বড় গুনাহকে ছোট মনে করা :

তুমি কি বড় বড় গুনাহকে ছোট ও তুচ্ছ মনে কর না। যেমন মিথ্যা, গীবত এবং চুগলি?

১২- বেশিরভাগ সময় তুমি অনর্থক ও মূল্যহীন জিনিস নিয়ে ব্যস্ত থাক না?

১৩- আখেরাত সম্পর্কে অবহেলা :

তুমি কি পরকালকে ভুলে গিয়ে এই দুনিয়াকে নিজের সবচেয়ে বড় লক্ষ্যস্থির ঠিক কর নি?

এই সমস্ত তৌফিক থেকে দূরে থাকা আল্লাহর পক্ষ থেকে আযাব ও শাস্তি কিন্তু তুমি তা উপলব্ধি করতে পার না।

মনে রাখ! মহান আল্লাহর অতি ক্ষুদ্র আযাব যা আমরা আমাদের ধন-সম্পদ, সন্তান-সন্ততি ও স্বাস্থ্যের ক্ষেত্রে অনুভব করি কিন্তু প্রকৃত আযাব এবং সবচেয়ে বিপজ্জনক শাস্তি হল যা হৃদয়ে পতিত হয়।

তাই আল্লাহর কাছে প্রার্থনা কর এবং নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা কর, কারণ পাপের কারণে বান্দা এবাদত করার তৌফিক থেকে বঞ্চিত হয়ে যায়।

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আ'লে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম ওয়াহ শুরনা মাআহুম ওয়াল আন আদুওয়াহুম।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha