রবিবার ১৪ আগস্ট ২০২২ - ১৯:৩০
বাগনান আজাদারী

হাওজা / পবিত্র মহররম মাসে ইমাম হুসাইন (আ:) এর স্বরনে বাগনানে মজলিস মাতম ও জুলুসের আয়োজন করা হয়।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, পবিত্র মহররম শরীফ কী এবং কেন এই মহররম মাসে তাজিয়া আলম মাতম মজলিস হয় কেনই বা মহররম পালন করবো আমরা এই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপনারা দেখতে পাবেন বাগনান মহাদেবপুর (উঃ) পাড়া ইমাম বারগার পবিত্র মহররম শরীফের পুরো ভিডিওটি। যেখানে ইমাম হুসাইন আলাইহিস সালামের পবিত্র জুলুসে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে থাকেন ৭ই মুহাররম থেকে ১০ মুহাররম পর্যন্ত ।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha