বুধবার ১৭ আগস্ট ২০২২ - ০৯:৫৮
হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

হাওজা / আশুরার দিন যে ব্যক্তি শোকাহত, মুসিবত, দুঃখিত এবং রোদনের অবস্থায় থাকবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আ’লামীন তার জন্য সুখ ও পরিতোষ ঘোষণা করবেন।

হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

قَالَ الرضٰا : مَنْ کَانَ یَوْمُ عٰاشُوْرَا یَوْمَ مُصِیْبَتِهِ وَحُزْنِهِ وَبُکٰائِهِ جَعَلَ اللّٰهُ عَزَّ وَجَلَّ یَوْمَ الْقِیٰامَةِ یَوْمَ فَرَحِهِ وَسُرُوْرِہِ

ইমাম আলি রেযা (আঃ) বলেছেন : "আশুরার দিন যে ব্যক্তি শোকাহত, মুসিবত, দুঃখিত এবং রোদনের অবস্থায় থাকবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আ’লামীন তার জন্য সুখ ও পরিতোষ ঘোষণা করবেন।"

অর্থাৎ কেয়ামতে ওই ব্যক্তি খুবই প্রসন্ন থাকবে। হযরত মুহাম্মদ (সাঃ) বলেন : হোসায়েন আমার থেকে এবং আমি হোসায়েন থেকে। তিনি অন্য এক স্থানে বলেছেন : আল্লাহ ওই ব্যক্তিকে ভালবাসেন যে হোসায়েন'কে ভালবাসে। তাহলে ইমাম হোসায়েন (আঃ)-এর প্রতি ভালোবাসার অর্থ হল হোসায়েন এর শোক আমাদের শোক, হোসায়েন এর আনন্দ আমাদের আনন্দ। তাঁর জন্মদিনে আনন্দ উল্লাস করতে হবে এবং যখন আশুরা আসবে তখন দুঃখের অবস্থায় অতিবাহিত করতে হবে। তবেই তো আশুরার দিন, দুঃখিত চক্ষু কিয়ামতের দিন আনন্দিত হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha