বুধবার ১৭ আগস্ট ২০২২ - ১০:২৯
আরবাইন মিলিয়ন মার্চ

হাওজা / পারস্য উপসাগরের ইরাকের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা আরবাইন মিলিয়ন মার্চ শুরু করেছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইমাম হোসাইন (আ.) এর আরবায়ীন পদচারণা শুরু হয়েছে। আরবাইন হুসাইনি ২০ সফর পালিত হয়।

করোনা মহামারীর পর প্রথমবারের মতো স্থল সীমান্ত খুলে দেওয়ার পর ইরানের জিয়ারতকারীরা এই পদযাত্রায় বিপুল সংখ্যায় অংশ নেবেন।

ফারস নিউজ এজেন্সি তার প্রতিবেদনে জানিয়েছে যে বাসরা এবং দক্ষিণ ইরাকের নাগরিকরা মঙ্গলবার রাস আল-বাইশা অঞ্চলের ফাও শহরে জড়ো হয় এবং কারবালার দিকে একসাথে যাত্রা শুরু করেছে।

প্রচণ্ড গরমের মধ্যেও জাইরিন হোসাইনী 'সাগর থেকে খাল' স্লোগান এবং হাতে কালো, লাল ও সবুজ পতাকা নিয়ে যাত্রা শুরু করেন।

এসব পতাকার গায়ে লাব্বাইক বা হুসাইন স্লোগান লেখা রয়েছে। বলা হয় যে দক্ষিণ ইরাকের যে শহর থেকে এই হাঁটা শুরু হয়েছিল সেটি কারবালা থেকে ৫০০ কিলোমিটার দূরে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha