বুধবার ২৪ আগস্ট ২০২২ - ১২:৫০
হুজ্জাতুল ইসলাম মাওলানা জনাব হায়দার আলী

হাওজা / আয়াতুল্লাহ মোহাম্মদ বাকের মিসবাহ সাহেবের তরফ থেকে হাদিয়া বিতরণী সভার আয়োজন করা হয়।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, পশ্চিনবঙ্গের উত্তর ২৪ পরগনার সন্নিয়া গ্রামে পবিত্র মহরম মাস এবং ইমাম জয়নুল আবিদীন (আ:)-এর শাহাদাত উপলক্ষে এবং মহররম মাসে বঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলে সম্মানিত মোবাল্লিগদের হাদিয়া বিতরণ উপলক্ষে একটি কর্মসূচির ব্যবস্থা করা হয়। এবং উক্ত অনুষ্ঠানে আয়াতুল্লাহ মোহাম্মদ বাকের মিসবাহ সাহেবের তরফ থেকে হাদিয়া বিতরণ করা হয়।

অনুষ্ঠান উপস্থাপকারী হিসেবে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম মাওলানা মোহাম্মদ রেজাউল হক সাহেব, হুজ্জাতুল ইসলাম মাওলানা আলী নাকি সাহেব ও হুজ্জাতুল ইসলাম মাওলানা জনাব হায়দার আলী।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha