রবিবার ১১ সেপ্টেম্বর ২০২২ - ১৩:৫৬
প্রথম পবিত্র ভূমি

হাওজা / হযরত ইমাম জাফর সাদিক (আ.) একটি রেওয়ায়েতে প্রথম পবিত্র ও মহৎ ভূমির পরিচয় দিয়েছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "বিহারুল-আনওয়ার" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদীসটি নিম্নরূপ:

ইমাম সাদিক (আঃ) বলেছেন:

إِنَّ أَرْضَ كَرْبَلا وَ ماءُ الْفُراتِ أَوَّلُ أَرْضٍ وَ اَوَّلُ ماءٍ قَدَّسَ اللّه ُ تَبارَكَ وَ تَعالی ...

কারবালার ভূমি এবং ফোরাতের পানি হল ওই প্রথম ভূমি এবং প্রথম পানি যাকে মহান আল্লাহ তায়ালা মর্যাদা দান করেছেন।

(বিহারুল আনওয়ার, খ. ৯৮, পৃ. ১০৯)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha