বুধবার ৫ অক্টোবর ২০২২ - ১৭:০৪
শেখ ইসা কাসিম

হাওজা / বাহরাইনের ইসলামী আন্দোলনের নেতা বলেছেন, রাজকীয় সরকার বাহরাইনের জনগণকে দাস বানানোর চেষ্টা করছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, বাহরাইনের ইসলামী আন্দোলনের নেতা, আয়াতুল্লাহ ঈসা কাসিম তার এক টুইট বার্তায় লিখেছেন যে রাজকীয় সরকার ভোটার এবং স্থায়ী প্রার্থীদের জন্য সমস্ত পথ বন্ধ করে তাদের নিজস্ব নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে দাস করতে চায়।

তিনি বলেন, বাহরাইনের সরকার চায় ভোটার, রাজনৈতিক কর্মী ও সংসদ সদস্যরা তাদের দাস হিসেবে থাকুক।

আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিম এর আগে এক বিবৃতিতে বলেছিলেন যে সরকার তার কর্তৃত্ববাদী ব্যবস্থা এবং ব্যক্তিগত শাসনকে এগিয়ে নেওয়ার জন্য নির্বাচনকে একটি কৌশলে পরিণত করেছে। তাই এ ধরনের নির্বাচনে অংশগ্রহণ করে কোনো লাভ নেই।

উল্লেখ্য, নভেম্বরে বাহরাইনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha