বুধবার ১২ অক্টোবর ২০২২ - ০৯:১৮
নাইজেরিয়ার মুসলমানদের হাতে শহীদ সোলেইমানির ছবি

হাওজা / বিশ্বজুড়ে ঈদে-এ-মিলাদুন নবী (সা.)উদযাপন, নাইজেরিয়ার মুসলমানদের হাতে শহীদ সোলেইমানির ছবি।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, বিভিন্ন ইসলামী ও ইউরোপীয় দেশ মহানবী (সা.) ও ইমাম জাফর সাদিক (সা.)-এর জন্মদিন পালন করে।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকীতে একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে লাখ লাখ নাইজেরিয়ান মুসলমানও একতা মিছিলে অংশ নেন।

নাইজেরিয়ার সুন্নি ও শিয়া মুসলিমরা ১২ থেকে ১৭ রবি-উল-আউল পর্যন্ত মহানবী (সা.)-এর জন্ম উদযাপনে অংশগ্রহণ করে ইসলামী উম্মাহর ঐক্য প্রদর্শন করছে।

নাইজেরিয়ার "বাউচি" রাজ্যের মুসলমানরা তাদের সাথে প্রতিরোধ অক্ষের প্রধান কামান্ডার শহীদ জেনারেল কাসেম সোলাইমানির ছবি বহন করে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha