শুক্রবার ১৪ অক্টোবর ২০২২ - ১৯:৫৭
পশ্চিম তীরে ফিলিস্তিনের প্রতিরোধ চলছে

হাওজা / পশ্চিম তীরের জেনিনে ফিলিস্তিনি ও ইসরাইলি সেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত দুই ফিলিস্তিনি শহীদ ও ছয়জন আহত হয়েছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনযায়ী, পশ্চিম তীরের জেনিনে ফিলিস্তিনি ও ইসরাইলি সেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত দুই ফিলিস্তিনি শহীদ ও ছয়জন আহত হয়েছেন। অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী নাবলুস শহরের অবরোধ অব্যাহত রেখেছে, অন্যদিকে বাইতুল মুকাদ্দাসের শাফাত ও আনাতা ক্যাম্পও ইসরাইলি সেনাবাহিনী দ্বারা ঘেরাও রয়েছে।

শুক্রবার সকালে ইসরাইলি সেনারা জেনিন শহরে হামলা চালিয়ে বাড়িঘরে তল্লাশি শুরু করে। ইসরাইলি সেনারা বলেছে যে তারা শাফাত ক্যাম্পে ইসরাইলি সৈন্যদের লক্ষ্য করে হামলাকারীর সন্ধানে ছিল।

মিডিয়া বলছে, বিপুল সংখ্যক ইসরাইলি সৈন্য জেনিন শহরে অভিযান চালায়, এরপর তারা ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। বেশ কিছু ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে ফিলিস্তিনি এলাকাগুলো ইসরাইলি সৈন্যদের গাড়ি লক্ষ্য করে।

ইসরাইলি সেনাবাহিনী কয়েক মাস ধরে পশ্চিম তীরে বারবার অভিযান পরিচালনা করছে, প্রধানত নাবলুস এবং জেনিনকে লক্ষ্য করে। ইসরাইলি সেনারা বলছে, অনেক হামলাকারী এই শহরগুলোতে লুকিয়ে আছে। অভিযানের সময় প্রতিবারই ইসরাইলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনি যোদ্ধাদের সংঘর্ষ হয়।

বাইতুল মুকাদ্দাসেও ইসরাইলি সৈন্য ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ হয়েছে, যাতে কয়েক ডজন মানুষ আহত হয়েছে। দেখা যাচ্ছে ইসরাইলি অপরাধের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ খুব দ্রুত হয়ে উঠেছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha