রবিবার ১৬ অক্টোবর ২০২২ - ১৪:৩০
জাশনে মিলাদুন নবী (সঃ)

হাওজা / হযরত মুহাম্মাদ (সঃ) ও ইমাম জাফর সাদিক্ব (আঃ)-এর পবিত্র জন্মদিবস উপলক্ষে কুমার পুর মসজিদে আসহাবিল-কিসায় মাহফিলের আয়োজন করা হয়েছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনযায়ী, সালামুন আলাইকুম, এতদ্বারা আপনাদের অবগত করা হইতেছে যে কাল (সোমবার ) হযরত মুহাম্মাদ (সঃ) ও ইমাম জাফর সাদিক্ব (আঃ)-এর পবিত্র জন্মদিবস উপলক্ষে কুমার পুর গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গ ভারতে, পশ্চিমবঙ্গ ও লখনউ এর বিখ্যাত ওলামা ও কবিগণদের উপস্থিতিতে এক বিরাট বড় মিলাদ ও ম্যাহফিলের আয়োজন করা হইয়েছে।

অতএব আপনাদের এই মিলাদে অংশগ্রহণ করে সাওয়াবে দারায়েন হাসিল করার অনুরোধ রাখছি ।

স্থান: কুমার পুর মসজিদ আসহাবিল-কিসা

তারিখঃ-- ১৭/১১/২০২২ সোমবার।

সময়ঃ সন্ধ্যা ৭টা হতে প্রয়োজনীয় সময় পর্যন্ত।

উক্ত অনুষ্ঠানে আসছেন পশ্চিমবঙ্গ ও লখনউ থেকে বিখ্যাত বক্তা ও কবিগণঃ

পবিত্র কুরআন তিলাওয়াত করবেনঃ জনাব গোলাম রব্বানি সাহেব ।(হাদিয়া)

পরিচালকঃ হুজ্জাতুল ইসলাম মাওলানা মুনীর আব্বাস নাজাফি সাহেব (পেশ ইমাম কুমার পুর মসজিদে আসহাবিল-কিসা)।

বক্তা ও কবিগণঃ ১/ জনাব মাওলানা আলি নাকী সাহেব (মাশিয়া উত্তর 24 পরগানা )।

২/ প্রধান বক্তা হুজ্জতুল ইসালাম মাওলানা মো: মিয়া আব্দী সাহেব (লখ্নউ )।

৩/ জনাব কবি মুখতার হুসায়েন শাহ সাহেব (কুমার পুর )।

৪/ জনাব কবি সাইনূর হুসায়েন সাল্লামুহু (উলুবেড়িয়া)

৫/জনাব কবি মহবুব আলম শাহ সাহেব (কুমার পুর)

৬/ জনাব কবি গোলাম সামধনী সাহেব (হাদিয়া)

৭/ জনাব কবি মিসাম আখতার হোসেন শাহ সাল্লামহু (কুমার পুর)

৮/ জনাব কবি সেক আনিস সাল্লামহু (কুমার পুর)

উক্ত অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণ করার জন্য একান্তভাবে অনুরোধ করা হইতেছে।

পরিচালনায়ঃ কুমার পুর পাঁচতারা ওয়েল ফেয়ার সুসাইটি

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha