শনিবার ৫ নভেম্বর ২০২২ - ১২:৫৫
হযরত ফাতেমা মাসুমা (স:)

হাওজা / হযরত ইমাম জাফর সাদিক (আ.) হযরত ফাতিমা মাসুমা (আ.)-এর উচ্চ অবস্থান সম্পর্কে ইঙ্গিত করেছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "বেহারুল-আনওয়ার" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম সাদিক (আঃ) বলেছেন:

تُقْبَضُ فِیهَا امْرَأَةٌ مِنْ وُلْدِی اسْمُهَا فَاطِمَةُ بِنْتُ مُوسَى وَ تُدْخَلُ بِشَفَاعَتِهَا شِیعَتِی الْجَنَّةَ بِأَجْمَعِهِمْ

ফাতিমা বিনতে মুসা (আঃ) নামে আমার এক সন্তান কুমে ইন্তেকাল করবে। তিনি সেই মহিলা যার শাফাআতের মাধ্যমে আমার সমস্ত শিয়া জান্নাতে প্রবেশ করবে।

(বেহারুল-আনওয়ার, খ. ৬০, পৃ. ২২৮)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha