রবিবার ২০ নভেম্বর ২০২২ - ২০:১৭
হাজার হাজার ইয়েমেনি শিশু আলে সৌদের শিকার

হাওজা / ইয়েমেনে সৌদি আগ্রাসনের ফলে আট হাজার নিরীহ শিশু আলে সৌদ গোত্রসহ বিদেশি শক্তির স্বার্থের শিকার হয়েছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইয়েমেনের মানবাধিকার সংস্থা শনিবার এক প্রতিবেদনে বলেছে, ২০১৫ সালের মার্চ মাসে শুরু হওয়া সৌদি-আমেরিকান আগ্রাসনের ফলে ৩৮৬০ ইয়েমেনি শিশু সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আহত হয়েছে চার হাজার দুইশত ৫৬ জন নিষ্পাপ শিশু।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি-আমেরিকান আগ্রাসনের কারণে ৬,০০০ বেসামরিক নাগরিক পঙ্গু হয়েছে, যার মধ্যে ৫,৫৬৯ শিশু রয়েছে।

মানবাধিকার সংস্থার প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি-আমেরিকান আগ্রাসনের কারণে ২৪ মিলিয়ন ইয়েমেনি শিশু শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে।স্থল, সমুদ্র এবং আকাশ অবরোধের কারণে এই দেশটি খাদ্য ও ওষুধের ঘাটতিতে ভুগছিল, যার ফলস্বরূপ বর্তমানে দুই মিলিয়ন ইয়েমেনি শিশু সঠিক, পর্যাপ্ত এবং স্বাস্থ্যকর খাবারের জন্য ক্ষুধার্ত।

উল্লেখ্য যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের সমর্থনে সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাসে ইয়েমেনে হামলা চালায়, যা এখনো চলছে। জাতিসংঘ ইয়েমেনের মানবিক ট্র্যাজেডিকে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ মানবিক ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha